দীর্ঘ নীরবতার পর আবারও আলোচনায় ফিরেছেন দেশের জনপ্রিয় পপ-রক গায়িকা মিলা ইসলাম। যার গানে মাতোয়ারা পুরো দেশ। মাঝে হঠাৎ করেই গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন। তবে দুই দশকের সংগীতযাত্রায় এবার নতুন চমক, নতুন গান, নতুন লুক আর নতুন বার্তা নিয়ে পুরোদমে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
অভিনন্দন, সংগীত ক্যারিয়ারে ২০ বছর পার করার জন্য...
অনেক অনেক ধন্যবাদ। আমি জানি, আপনারা কখনোই মিলাকে ভুলে যাননি। দীর্ঘদিন ধরে যে ভালোবাসায় আমাকে সিক্ত ও পরিপূর্ণ করেছেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। আপনাদের জন্য আজ আমি এতদূর আসতে পেরেছি। আরও সামনে যেতে চাই ভালো ভালো গান দিয়ে। গান শুধু বিনোদন নয়, এটা পরিবর্তনের মাধ্যম। আমি সেদিকেই এগোতে চাই।
দুই দশকের উদ্যাপন কেমন হবে?
আমি গানের মানুষ, গান নিয়েই আছি। উদ্যাপন তো আপনারাই করবেন, নাকি? হাহাহা। যাই হোক, তেমন করে এখনো কোনো পরিকল্পনা করিনি। ইতোমধ্যে গান নিয়েই আবার ব্যস্ততা শুরু হয়ে গেছে। স্টেজ শো করছি দেশে-বিদেশে। কিছুদিন আগে দাম্মামে শো করেছি। সেখানকার ভক্তদের মুহুর্মুহু তালিতে মুখর ছিল। দেশের বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে গান করছি। আর ২-৩টা গান তো নতুন করেছি, সেগুলোর সঙ্গে স্টেজে দর্শক আমার আগের গানগুলোই বেশি শুনতে চায়। সামনে নতুন আরও কিছু গান আসবে। আর আমার পুরোনো গানগুলো নিয়ে একটু ভাবতে চাই নতুন করে। আমার ক্যারিয়ারে প্রচুর হিট গান আছে যেগুলোর আবেদন এখনো রয়েছে। সো, দেখা যাক সামনের পথচলা কেমন হয়। সবাই দোয়া করবেন।
গানে ফিরে আসাতে কেমন বোধ হচ্ছে?
আসলে বিভিন্ন কারণে মাঝে কিছু সময় নষ্ট হয়েছে। আর সেটা হতে দিতে চাই না। তবে এ বিরতিটা প্রয়োজন ছিল নতুন উদ্যমে নতুন কিছু করার জন্য। আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। ভক্ত-শ্রোতারা সব সময় বলতেন আমি যেন আবার ফিরে আসি। কিন্তু নিজের ভিতর থেকে ফিরে আসার তাগিদ অনুভব করছিলাম না। জীবনের নানা অনুভূতি, অভিজ্ঞতা ও সংগ্রামকে পাশে ফেলে নতুন উদ্যমে শুরু করতে কিছুটা সময় তো লাগেই। আমিও সেই সময়টা নিয়েছি। অবশেষে নিজের ভিতর থেকেই নতুন গান করার এবং আগের মতো স্টেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করার ইচ্ছা হওয়ায় ফিরেছি। ভালোই লাগছে।
মিলা-ফুয়াদ জুটির গান কি আসবে?
আমি তো চাই। আমি ফুয়াদ ভাইকে ভীষণ পছন্দ করি। আমাদের যোগাযোগও রয়েছে। আমি চাই আবার একসঙ্গে কাজ করতে। তবে একসঙ্গে ফিরলে এমন কিছু নিয়ে আসব যা আবারও পুরো দেশ মাতিয়ে দেবে। কারণ, আমি আর ফুয়াদ ভাই একসঙ্গে খুব ভালো ভালো গান উপহার দিয়েছি। আমরা দুজনই দুজনের ক্যারিয়ারের শুরুতে একে অন্যের জন্য দারুণ প্রোডাক্টিভ ছিলাম। উনি এরপর আরও অনেকের সঙ্গে কাজ করেছেন, কিন্তু আমাদের জুটির মতো অত জনপ্রিয় গান আর হয়নি। আবার আমিও অনেক গান করেছি কিন্তু ওই মাপের হয়নি। তাই সামনে যদি করি, চাই ধামাকা কিছু করতে।
এখনকার সংগীত ইন্ডাস্ট্রি কেমন?
অনেক কিছু বদলেছে। সোশ্যাল মিডিয়া এসেছে, প্ল্যাটফর্ম বেড়েছে। তবে সৃজনশীলতার জায়গাটা এখনো শক্ত। ভালো গান মানুষ এখনো চায়, সেটা ভুলে গেলে চলবে না।
বিয়ে নিয়ে ভাবছেন কি?
আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাবব আপনাদের জানিয়ে বিয়ে করব। নতুন অনেক কাজ ও কনসার্ট করছি। আশা করব আমার জন্য বিবাহের দোয়া না করে আমার ক্যারিয়ারের জন্য শুভ কামনা জানাবেন।