দিনাজপুরের চিরিরবন্দরে লিচুবাগানে বজ্রপাতে জনশ্রী রায় নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মহাদেব চন্দ্র রায়ের মেয়ে। চিরিরবন্দর থানার ওসি আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃষ্টির সময় পরিবারের সবার সঙ্গে শিশুটি বাড়ির পাশের লিচুবাগানে ছিল। এ সময় বজ্রপাত হলে জনশ্রী রায় ঘটনাস্থলেই মারা যায়।