ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ আসরের প্লে-অফের আগে জমে উঠেছে উত্তেজনা। বুধবার মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুই দলের এই লড়াইকে অনেকেই বলছেন 'অলিখিত কোয়ার্টার ফাইনাল', কারণ এই ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যেতে পারে প্লে-অফের চূড়ান্ত চিত্র।
মুম্বাইয়ের জন্য এই ম্যাচটি একরকম ‘টিকিট টু প্লে-অফ’। জয় পেলে তারা সরাসরি শেষ চারে জায়গা করে নেবে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসের জন্য এটি বাঁচা-মরার লড়াই, হারলেই বিদায় নিশ্চিত। তাই দুই দলই নামছে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে।
দিল্লি শিবিরে সেরা ফর্মে আছেন কেএল রাহুল। ওপেনিংয়ে নেমে আগের ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন অভিষেক পোড়েল ও দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসি। মিডল অর্ডারে আছেন ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল ও করুণ নায়ার। স্পিনে আছেন কুলদীপ যাদব, পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও মুকেশ কুমার।
অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ওপেনিং জুটি ইতোমধ্যেই নজর কেড়েছে। তিন নম্বরে সূর্যকুমার যাদব, আর মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা ও উইল জ্যাকস যেন যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ভারতীয় স্পিডস্টার জশপ্রীত বুমরা, সঙ্গে আছেন ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার।
সম্ভাব্য একাদশ
মুম্বাই ইন্ডিয়ান্স: রায়ান রিকেলটন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা।
দিল্লি ক্যাপিটালস: অভিষেক পোড়েল, ফাফ ডু প্লেসি, করুণ নায়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, মুকেশ কুমার।
বিডি প্রতিদিন/মুসা