সৈয়দপুর রেলওয়ে কারখার প্রাচীর টপকে সরঞ্জাম চুরির অভিযোগে শ্যামল সিংহ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। গতকাল দুপুরে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।
আরএনবি সূত্র জানায়, কারখানার দেওয়াল টপকে প্রতিদিনই রেলওয়ে কোচ থেকে লোহা ও যন্ত্রাংশ চুরি করে চোরেরা। হ্যাসকো ব্লেড দিয়ে কোচের লোহা, ইস্পাত, পাইপসহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছিল। এ অবস্থায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে শ্যামল সিংহ রেলের সরঞ্জামসহ ধরা পড়েন। তিনি কারখানা সংলগ্ন পাওয়ার হাউস এলাকার রাম সিংহর ছেলে। জিজ্ঞাসবাদে তিনি অপকর্মের কথা স্বীকার করেছেন। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রেলওয়ে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে।’