এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০টি টিকেট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে বাফুফের কম্পিটিশন্স কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ১০ জুন, ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। শনিবার (২৫ মে) দুপুর ১২টা থেকে tickify.live প্ল্যাটফর্মে টিকেট বিক্রি শুরু হবে। প্রেসিডেন্ট বক্স সংরক্ষিত থাকবে আমন্ত্রিত অতিথিদের জন্য।
ম্যাচটির জন্য থাকছে ১০ ক্যাটাগরির টিকেট। হসপিটালিটি বক্সের টিকিট মিলবে ৫০০০ টাকায়। ভিআইপি রেড বক্সের টিকিট মূল্য ৪০০০ হাজার টাকা। ভিআইপি-২, ভিআইপি-৩, স্কাই-ভিউ এবং ক্লাব হাউস-১ টিকিটের মূল্য ২৫৯৯ টাকা করে। ক্লাব হাউস-২ টিকিট মিলবে ২০০০ টাকায়। সাধারণ গ্যালারির টিকেট মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা করে।
অনলাইন থেকে একজন সর্বোচ্চ পাঁচটি টিকেট কিনতে পারবেন। টিকেট কিনতে হলে নাম, ফোন নম্বর, ই-মেইল আইডি, এনআইডি কার্ড প্রয়োজন হবে।
এশিয়ান কাপ বাছাইয়ে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে। অন্যদিকে, সিঙ্গাপুরও তাদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ‘সি’ গ্রুপে চার দলেরই এখন ১ পয়েন্ট করে। তাই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক লড়াই, যা পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে বড় ভূমিকা রাখতে পারে।
বিডি প্রতিদিন/মুসা