গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার রাজপথের আন্দোলনকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে বললেও অত্যুক্তি হবে না। সরকারের পাশাপাশি দেশের অর্থনীতিও অভিন্ন অবস্থায় পতিত হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশনায়। জুলাই গণ অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী সরকারের কর্ণধাররা দেশ ছেড়ে পলায়ন অথবা আত্মগোপন করায় শূন্যস্থান পূরণে সাংবিধানিক কোনো উপায় না থাকায় সর্বোচ্চ আদালতের নির্দেশনায় অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সরকার গঠনের আগে দেশের এক ক্রান্তিলগ্নে সেনাপ্রধানের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৮ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সে প্রতিশ্রুতি পালনে সরকারের পক্ষে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে কথায় কথায় আন্দোলনে নামার প্রবণতার কারণে। সরকারি-বেসরকারি চাকরিজীবী, শেয়ারবাজারের বিনিয়োগকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অফিস-আদালত, কাজকর্ম ছেড়ে যেভাবে দাবি আদায়ে রাস্তায় নামছেন, তাতে সরকারকে প্রতিনিয়তই অস্থিরতায় ভুগতে হচ্ছে। বিক্ষোভ, মানববন্ধন, অনশন, অবস্থান, কলমবিরতিসহ নানান কর্মসূচিতে বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের অর্থনীতি। পরিস্থিতি সামলাতে সিরিজ বৈঠক করেও সুরাহা করতে পারছে না অন্তর্বর্তী সরকার। লোকসানের ভার টানতে টানতে মাথায় হাত শিল্পোদ্যোক্তাদের। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে তা নিয়েও শঙ্কা বাড়ছে। রাজস্ব আদায় পরিস্থিতি খুবই খারাপ। ব্যাংক খাতে রয়েছে আস্থাহীনতা। ডিপোজিটরদের মধ্যে টাকা ফেরত না পাওয়ার আতঙ্ক তো রয়েছেই। এখনো অনেক ব্যাংক গ্রাহকদের চাহিদামতো টাকা দিতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতি স্থিতিশীলতার দিকে যাওয়ার পথে এত দাবিদাওয়া আর আন্দোলন, মিছিল-মিটিং বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করছে। মানুষের মধ্যে বিপজ্জনকভাবে বাড়ছে অস্থিরতা। শিক্ষাঙ্গনও অস্থির হয়ে উঠছে ক্রমান্বয়ে। গণতন্ত্র ও অর্থনীতির স্বার্থে অস্থিরতার রাশ টেনে ধরতে সরকারকে সক্রিয় হতে হবে। নৈরাজ্যের প্রবণতা নিরুৎসাহিত করতে হবে জোরেশোরে।
শিরোনাম
- ইতিহাস গড়ে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব-আমিরাত
- হ্যান্ডকাপ পরে পালাল দুই মাদকসেবী
- মোস্তাফিজের দিল্লিকে বিদায় করে প্লে-অফে মুম্বাই
- গণমাধ্যমে অপসাংবাদিকতা রোধে ১৯৭৪ সালের আইন প্রয়োগের আহ্বান
- কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিচু চরাঞ্চল
- উজানের বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে
- ৮ বছরেও শেষ হয়নি শরীয়তপুরে গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ
- শেরপুরে কমেছে বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি স্বাভাবিক
- স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য নতুন শপথবাক্য, প্রজ্ঞাপন জারি
- একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন : ইশরাক
- রাশিয়ার ভয়ঙ্কর হ্যাকিং ইউনিট নিয়ে যে তথ্য দিল যুক্তরাজ্য
- লঞ্চে প্রকাশ্যে দুই তরুণীকে মারধর, প্রধান আসামি জিহাদের জামিন নামঞ্জুর
- চাঁদাবাজির অভিযোগে মানিকগঞ্জে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের দুই নেতা গ্রেফতার
- সাম্য হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেফতার
- আন্দোলনে একাত্মতা জানাতে কাকরাইলে ইশরাক
- ট্রাম্পের শুল্কনীতিকে চ্যালেঞ্জ করে আদালতে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্য
- রাজবাড়ীতে বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২
- দু’একদিনের মধ্যে দায়িত্ব ছাড়বেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন
- ছত্তিশগড়ে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, নিহত ২৭
- আইপিএলে বৃষ্টির আশঙ্কায় নতুন নিয়ম চালু