আবারও ইঞ্জুরিতে পড়েছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেট্রো ব্যাংক ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। একইসঙ্গে তার ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে ভারতের বিপক্ষে সম্ভাব্য লাল বলের ম্যাচে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বর্তমানে আর্চার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে ৪ মে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক রানের হারে ফিল্ডিংয়ের সময় ডানহাতের বুড়ো আঙুলে চোট পান। শুরুতে চোটটি গুরুতর মনে না হলেও পরে পরীক্ষায় লিগামেন্টে ক্ষতির বিষয়টি ধরা পড়ে। এরপর আইপিএল স্থগিত হওয়ার পর তিনি ভারতে ফিরে যাননি।
আগামী ২৯ মে এজবাস্টনে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ডের ১৬ সদস্যের দলে আর্চার ছিলেন। কিন্তু চোটের কারণে তাকে বাদ দিতে হয় এবং আগামী কয়েক সপ্তাহ ধরে ইংল্যান্ডের মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণে রাখবে।
আর্চারের জায়গায় ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি পেসার লুক উডকে দলে যুক্ত করা হয়েছে। উড ইতোমধ্যে জুন মাসে অনুষ্ঠাতব্য টি-টোয়েন্টি সিরিজের জন্য আর্চারের পরিবর্তে স্কোয়াডে ছিলেন। তিনি এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন, তবে এখনও উইকেটের দেখা পাননি।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে আর্চার বারবার ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে কনুইয়ের জটিলতা ও পিঠের স্ট্রেস ফ্র্যাকচার। গত বছর মে মাসে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নেন। তবে পুনরায় চোটই থামিয়ে দিল তার গতি।
বিডি প্রতিদিন/মুসা