নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পূত্রবধূর মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের সোলেমান আলী ওরফে বাবু (৭০) ও তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা আক্তার (৩৫)। এ ঘটনায় বাবুর স্ত্রী ওয়াতোন বেগম (৫০) গুরুতর আহত হন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।