সম্প্রতি ইনস্টাগ্রামে একজন অখ্যাত অভিনেত্রীর ছবিতে ‘লাইক’ দিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ইনস্টাগ্রামে অভনীত কৌরের ফ্যান পেইজের একটি পোস্টে কোহলির লাইক দেয়া নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দু’দলে বিভক্ত হয়ে পড়েন নেটিজেনরা।
এক পক্ষ কোহলির এমন কাজকে সমর্থন করলেও, আরেক পক্ষ তা মেনে নিতে পারেননি। পরিস্থিতি জটিল হয়ে উঠলে কোহলি ব্যাখ্যা দিতে বাধ্য হন। ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক বার্তায় কোহলি লেখেন, আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে, আমি (ইনস্টাগ্রাম) স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে মনে হচ্ছে। এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এই ঘটনায় অহেতুক কোনো অনুমান করবেন না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছিলেন কোহলি। তবে স্ত্রী আনুশকা শর্মার জন্মদিন উপলক্ষ্যে একটি ভালোবাসামাখা পোস্ট দিয়ে আলোচনায় আসেন তিনি। সেই পোস্টে নেটিজেনদের প্রশংসাও কুড়ান কোহলি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/ ওয়াসিফ