ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’ উপজেলা শাখার দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় মোতাহার হোসেন তালুকদার বলেন, এখান থেকেই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
একই সাথে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যাশিত সময়ে নির্বাচনের আলামত না পাওয়া গেলে আবার রাজপতে নেমে নির্বাচন আদায় করতে হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত