চট্টগ্রামে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২০ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয় ১৬০ জন। এর মধ্যে মহানগরের বাসিন্দা ১৪৫ জন ও উপজেলার বাসিন্দা একজন। ইতোমধ্যে মোট মৃত্যু হয় সাতজন। এর মধ্যে তিনজন মহানগর এবং চারজন উপজেলার বসিন্দা।
চট্টগ্রামর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১০টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এতে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ জন মহানগর এলাকার ও একজন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত মোট ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম