জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর সোমবার চট্টগ্রাম বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে অপেক্ষমাণ জাহাজ ও কনটেইনারের সংখ্যা বেড়ে যাওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরতে আরও কয়েকদিন লাগতে পারে কর্তৃপক্ষ ধারণা করছে। শনিবার সকাল থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়। এতে দেশের সবচেয়ে বেশি শুল্ক আদায়কারী কাস্টম স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব অ্যান্ট্রি, বিল অব এক্সপোর্ট দাখিলসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন এ কাস্টম হাউসের মাধ্যমেই হয়ে থাকে। তাই আন্দোলন কর্মসূচির প্রভাব পড়ে বন্দরে। শনিবার বন্দরের কার্যক্রম ধীরগতিতে চললেও রবিবার রপ্তানি পণ্য জাহাজীকরণ ও কনটেইনার ডেলিভারি কার্যত বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় জাহাজ থেকে আমদানি পণ্য খালাসও। তৈরি হয় অচলাবস্থা। তবে শাটডাউন প্রত্যাহার হলে বন্দর ও কাস্টমসে রবিবার রাত সাড়ে ৮টা থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়। গতকাল সকাল থেকে এ দুই প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।
বন্দর ব্যবহারকারীরা জানান, কাজ শুরু হলেও এরই মধ্যে বন্দরে জমেছে কনটেইনারের স্তূপ। শনিবার বন্দরের ইয়ার্ডে ৩৮ হাজার ৮৬২ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্য হিসেবে) কনটেইনার ছিল। গতকাল বেড়ে দাঁড়ায় ৪১ হাজার ৪৩২ টিইইউএস। অর্থাৎ দুই দিনে বেড়েছে ২ হাজার ৫৭০ টিইইউএস। খালাস ধীরগতিতে হওয়ায় জেটি ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজের সংখ্যাও বেড়ে গেছে। তৈরি হয়েছে অপেক্ষমাণ জাহাজের দীর্ঘ সারি।
এদিকে ১৯টি বেসরকারি ডিপোতে রপ্তানি কনটেইনারের জট দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া শতভাগ রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং হয় ডিপোর মাধ্যমে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) সচিব রুহুল আমিন শিকদার জানান, ‘১৫ হাজার ধারণক্ষমতার বিপরীতে সোমবার ডিপোগুলোতে রপ্তানি কনটেইনার ছিল ১৪ হাজার ৯৪৬ টিইইউএস। কাস্টমসে কাজ না হওয়ায় প্রায় ২ হাজার কনটেইনার বেড়েছে।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বন্দরে কনটেইনারের পরিমাণ বাড়লেও ধারণক্ষমতা অতিক্রম করেনি। ইয়ার্ডে ধারণক্ষমতা ৫৩ হাজার ৫১৮ টিইইউএস। তবে জাহাজের কিউ (লাইন) তৈরি হয়েছে। গতকাল চারটি জাহাজ কনটেইনার নিয়ে বন্দর ত্যাগ করেছে। নতুন এসেছে আরও চারটি কনটেইনারবাহী জাহাজ।’