অস্ট্রেলিয়ার হয়ে এক যুগেরও বেশি সময় ধরে স্পিন আক্রমণের বড় ভরসা নাথান লায়ন এবার এক ঐতিহাসিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। যদিও অবসর নেওয়ার ভাবনা এখনই নেই তার, তবুও ১২ বছর ধরে পালন করা ‘সংমাস্টার’-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অভিজ্ঞ এই স্পিনার। লায়ন নিজেই জানিয়ে দিলেন, এই দায়িত্ব তুলে দিচ্ছেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারির হাতে।
কী এই সংমাস্টার-এর দায়িত্ব?
অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ রীতি হলো, প্রতিটি জয়ের পরে ড্রেসিংরুমে দলগতভাবে ‘আন্ডারনিথ দ্য সাউদার্ন ক্রস’ গান গেয়ে উদযাপন করা। এই গান গাওয়ার নেতৃত্ব দিয়ে থাকেন ‘সংমাস্টার’। রডনি মার্স শুরু করেছিলেন এই ঐতিহ্য, এরপর ডেভিড বুন, অ্যালান বর্ডার, রিকি পন্টিং, মাইক হাসির মতো কিংবদন্তিরা পালন করেছেন এই দায়িত্ব। মাইক হাসির পর এই দায়িত্ব পান নাথান লায়ন।
১২৫টি টেস্টে অংশ নিয়ে ৬৭টি জয়ের সাক্ষী থেকেছেন লায়ন। প্রতিটি জয়ের পরে সতীর্থদের সঙ্গে গান গেয়ে উদযাপন করেছেন তিনিই। সেই স্মৃতি আজও গর্বের সঙ্গে মনে রাখবেন বলে জানিয়েছেন লায়ন।
লায়ন বলেন, '১২ বছর ধরে এই দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। যদিও এখনই অবসরের কথা ভাবছি না, তবে মনে হচ্ছে সময় এসেছে পরবর্তী প্রজন্মের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার। ক্যারিকে দীর্ঘদিন ধরে দেখেছি মাঠে ও মাঠের বাইরে ও এই দায়িত্বের জন্য পুরোপুরি উপযুক্ত।'
অবসরের প্রসঙ্গে লায়ন জানিয়েছেন, অবসরের পরিকল্পনা এখনই নেই তার। বরং আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চান তিনি। বিশেষ করে ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন এখনো পূরণ হয়নি তার। সেটাই পূর্ণ করে তবেই অবসরের পথে হাঁটতে চান লায়ন।
বিডি প্রতিদিন/মুসা