সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী ও কন্যার প্রতি বর্বর সহিংসতা, ধর্ষণ, নির্যাতনের বিচারের দাবিতে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি দিনাজপুর প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নারীর উপর পাশবিক নির্যাতন সমূহ বিপদজনকভাবে বেড়েই চলেছে। বর্তমানে ঘরে বাহিরে কোথাও নারী নিরাপদ নয়। বাড়ছে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও সহিংসতার ঘটনা। ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করা, সাইবার বুলিং মাত্রারিক্তভাবে সংঘঠিত হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, শিক্ষক অসম্মান, নারী অবমাননাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজীর মতো ঘটনা ঘটছে। আমরা জানি নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন। নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। স্বভাবতই দেশের বর্তমান অবস্থা অস্থির পরিস্থিতির অবসানে প্রশাসনকে সতর্ক করে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় সমাবেশে।
দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী ও কন্যার প্রতি বর্বর সহিংসতা, ধর্ষণ, নির্যাতনের বিচারের দাবিতে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি দিনাজপুর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ রবিউল আউয়াল খোকা, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, দিনাজপুর উদীচীর সভাপতি অধ্যাপক জলিল আহমেদ,রংপুর বিভাগীয় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, সিপিবি’র অমৃত রায়, জাগ্রত দিনাজপুরের পরিচালক আফসানা ইমু, মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রত্না মিত্র, শিক্ষা সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল