কলম্বোয় সোয়া তিন দিনে টেস্ট হেরে নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। নাজমুলের নেতৃত্ব ছাড়ার ঘোষণায় অবাক ক্রিকেটপ্রেমীরা। বিস্মিত হন বিসিবি কর্মকর্তারা। কারণ বোর্ড কর্তারা জানতেন না, নাজমুল নেতৃত্ব ছেড়ে দেবেন। অথচ কলম্বোতে তখন দলের সঙ্গেই ছিলেন বিসিবির অন্যতম প্রভাবশালী পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শোনা যায়, তিন ফরম্যাটের তিন অধিনায়ক নিয়ে নাকি অস্বস্তিতে দল। সেটা দূর করতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাকি কলম্বো গেছেন। ক্রিকেটারদের সঙ্গে তিনি কী আলোচনা করেছেন, সেটা জানা যায়নি। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করেছে দল। দুই টেস্ট ম্যাচ সিরিজ হেরেছে নাজমুলের নেতৃত্বে টাইগাররা। আগামীকাল কলম্বোয় শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৫ জুলাই কলম্বো ও ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়ক মিরাজের মিশন শুরু হবে।
টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তী পালন করছে বাংলাদেশ। ২০০০ থেকে ২০২৫ সাল, ২৫ বছর ধরে নিয়মিত টেস্ট খেলছে টাইগাররা। ওয়ানডে খেলছে আরও আগে থেকে। ১৯৮৬ সালে দ্বিতীয় এশিয়া কাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। এরপর নিয়মিত ওয়ানডে খেলছে। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর থেকে ওয়ানডেতে ধারাবাহিক দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ এশিয়া কাপের দ্বিতীয় আসরে। এরপর গত ৩৯ বছরে পরস্পরের বিপক্ষে ৫৭টি ওয়ানডে খেলেছে দুই দল। বাংলাদেশের জয় ১২ এবং হার ৪৩ ম্যাচে। দুই দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত বছরের মার্চে। ঘরের মাঠে সিরিজটি টাইগাররা জিতেছিল ২-১ ব্যবধানে। দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে সিরিজ খেলেছে। এবার ১১তম সিরিজ খেলবে। ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার মাটিতে সিরিজ খেলেছে ৬টি। ৪টি হেরেছে এবং দুটি ড্র করেছে। ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে সিরিজ দুটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।
মেহেদি মিরাজ এবারই প্রথম দেশকে নেতৃত্ব দিচ্ছেন না। এর আগে নাজমুলের অনুপস্থিতিতে আরও ৪টি ম্যাচের অধিনায়ক ছিলেন। এবার পুরোপুরি এক বছরের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়েছেন ‘বন্ধু’ নাজমুলের কাছ থেকে। দুই বন্ধুর ব্যাটন বদলের মধ্যে সম্পর্কের কোনো অবনতি হবে না বলে বিশ্বাস টাইগার ওয়ানডে অধিনায়কের। শুধু তাই নয়, দল পরিচালনায় নাজমুলের সহায়তাও চেয়েছেন, ‘দেখি, আমরা দুজনে মিলে দলটিকে আবারও পূর্বের অবস্থানে নিয়ে যেতে পারি কি না।’ চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে খেলেছে চ্যাম্পিয়নস লিগে। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। গত নভেম্বরে আফগানিস্তানের কাছে হেরেছিল ২-১ ব্যবধানে। অবশ্য গত বছরের মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। সর্বশেষ ১৫ ম্যাচে বাংলাদেশের জয় সাকল্যে ৪টি এবং হার ১০টি এবং একটি পরিত্যক্ত।