দীর্ঘদিন ধরেই লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়ছেন নন্দিত সংগীতশিল্পী ফরিদা পারভীন। এখন তাঁর অবস্থা আরও গুরুতর। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা।
নন্দিত এ শিল্পীর জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসায় রাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করেছে তাঁর পরিবার। গতকাল বিষয়টি জানান শিল্পীর স্বামী ও কিংবদন্তি বংশীবাদক গাজী আবদুল হাকিম। গাজী আবদুল হাকিম বলেন, ‘অনেক দিন ধরে তাঁর (ফরিদা পারভীন) লিভারের রোগ। ফুসফুসে পানি জমেছে, আবার ডায়াবেটিসের সমস্যাও আছে। অনেক সমস্যা। আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল। প্রতিদিন প্রায় লাখ টাকা খরচ।