ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি হিসেবে এরই মধ্যে তিনি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও বোর্ডার গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।
চলমান ইংল্যান্ড-ভারত সিরিজ, যা বর্তমানে ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’ নামে পরিচিত, তাতে হেডিংলি টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলা। তবে পরবর্তী দুই টেস্ট ২ জুলাই শুরু হতে যাওয়া এজবাস্টন টেস্ট এবং ১০ জুলাইয়ের লর্ডস টেস্টে তাকে মাঠে দেখা যাবে ফিল্ড আম্পায়ার হিসেবে।
৪৮ বছর বয়সী এই আম্পায়ার মাস ছয়েক আগেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে তার কিছু সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হলেও শেষ পর্যন্ত সেগুলো পক্ষে যায়। তিনি দুই দলের আগ্রাসী ও আবেগপ্রবণ ক্রিকেটারদের দৃঢ়তার সঙ্গে সামলে নিয়েছিলেন, যা প্রশংসিত হয়েছিল।
বিডি প্রতিদিন/মুসা