গাইবান্ধার পলাশবাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী ওরফে তৈয়বকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-১৩। তিনি ১১টিরও বেশি ডাকাতি, দস্যুতা ও চুরির মামলার পলাতক আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে বিকেলে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার তৈয়ব আলী গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার মৃত সাহেব আলী গাছুর ছেলে।
র্যাব জানায়, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলায় সংঘটিত একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় তৈয়ব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত টহলের সময় র্যাব সদস্যরা তাকে শনাক্ত করে। দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে সক্রিয় থাকায় সে বিভিন্ন জেলায় অপরাধ সংঘটনে জড়িত ছিল।
গ্রেফতারের পর তৈয়ব আলীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা