ক্লাব বিশ্বকাপে ঘটল জোড়া অঘটন। ইউরোপের দুই শক্তিধর ক্লাব ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি হেরে ছিটকে গেল শেষ আটের দৌড় থেকে। তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল যথাক্রমে ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং সৌদি আরবের আল হিলাল।
ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় ব্রাজিলের ফ্লুমিনেন্স। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় তারা। খেলা শুরুর মাত্র ৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন জার্মান কানো। ইন্টার তাদের মূল একাদশ নামালেও লাউতারো মার্তিনেস ও থুরামরা গোলের মুখ খুলতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ফ্লুমিনেন্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন হারকিউলিস। ফলে ২-০ ব্যবধানে জয় পায় ব্রাজিলিয়ান ক্লাবটি।
৪০ বছর বয়সি থিয়াগো সিলভার নেতৃত্বে ফ্লুমিনেন্সের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। সাবেক চেলসি ও পিএসজি তারকার অভিজ্ঞতাই ইন্টারের আক্রমণ রুখে দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, দিনের আরেকটি ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলাল ১-০ গোলে হারিয়ে দেয় ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। এই দুই অপ্রত্যাশিত ফলাফলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়েছে ছয়টি দলের জায়গা: পামেইরাস, ফ্লুমিনেন্স (ব্রাজিল), প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স), বায়ার্ন মিউনিখ (জার্মানি), চেলসি (ইংল্যান্ড) এবং আল হিলাল (সৌদি আরব)।
কোয়ার্টারে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও আল হিলাল।
বিডি প্রতিদিন/মুসা