রাজধানীর মগবাজারের আবাসিক হোটেল ‘সুইট স্লিপ’-এর রুমে এক পরিবারের তিনজনের মৃত্যুরহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ তিনটির ময়নাতদন্তের পর চিকিৎসকরা বলেছেন, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। আর এ খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হওয়ার পর পুলিশের তদন্তেও গতি এসেছে। হোটেল থেকে আনা খাদ্যে সমস্যা ছিল, নাকি খাদ্যে বিষ মেশানো হয়েছিল-এ নিয়েই পুলিশের মধ্যে এখন নানান প্রশ্ন। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সৌদিপ্রবাসী মনিরের কেয়ারটেকার রফিকুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রফিকুলই রাতে হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসেছিলেন। শনিবার মনির হোসেন এবং তাঁর স্ত্রী স্বপ্না তাঁদের ছেলে নাঈমের চিকিৎসার জন্য হোটেল সুইট স্লিপে ওঠেন। রবিবার সকালে এক আত্মীয় এসে দেখেন স্বপ্না অসুস্থ হয়ে বমি করছেন। পরে স্বপ্না ও নাঈমকে হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর মনিরও অসুস্থ হয়ে মারা যান। জানা যায়, মনির হোসেন তিন সন্তানের বাবা। বাকি দুই ছেলে ১৪ ও ৯ বছর বয়সি। তারা গ্রামের বাড়িতে রয়েছে। মনিরের স্ত্রীর খালাতো ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করেন, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। মনিরের চাচাতো ভাই জাকির হোসেন জানান, ঈদুল আজহার কয়েক দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন মনির। নিয়মিতই বড় ছেলেকে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসতেন। শনিবার সকালেও একই উদ্দেশ্যে পরিবারসহ ঢাকায় আসেন। কিন্তু চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় হোটেলে ওঠেন। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, রাজধানীর পোস্তগোলায় মনির হোসেনের একটি পাঁচ তলা বাড়ি রয়েছে। পাশাপাশি কয়েকটি বাসও রয়েছে তাঁর মালিকানায়। এসব দেখভালের দায়িত্বে ছিলেন কেয়ারটেকার রফিকুল ইসলাম। শনিবার রফিকুলকে সঙ্গে নিয়েই হোটেলে ওঠেন মনির। রাতে পাশের একটি হোটেল থেকে খাবার এনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মনির, তাঁর স্ত্রী ও ছেলে। এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, ঘটনাটির পর রফিকুলসহ হোটেলসংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেয়ারটেকার রফিকুল প্রাথমিকভাবে দাবি করেছেন, তিনি মনিরকে সঙ্গে নিয়ে খাবার কিনেছিলেন। কিন্তু সিসিটিভিতে দেখা যায় রফিকুল একাই খাবার নিয়ে হোটেলে ঢুকছেন। সব বিষয় মিলিয়ে তদন্ত চলছে। জানা যায়, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। প্রাথমিকভাবে বিষক্রিয়া বা ইচ্ছাকৃতভাবে বিষ খাওয়ানোর আশঙ্কা নিয়ে তদন্ত চলছে। গতকাল বেলা ২টায় ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এর আগে রমনা থানার এসআই জালাল উদ্দিন লাশ তিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি বলেন, তিনটি লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়াই মৃত্যুর কারণ। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সুইট স্লিপ হোটেলের সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম জানান, রফিকুল ইসলাম নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে রুম ভাড়া নেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধ্যায় একটি ব্যাগে খাবার নিয়ে হোটেলে প্রবেশ করেন রফিকুল। পরে তিনি চলে যান। রাত ৮টার দিকে মনির হোসেন নিচে নেমে পানি নিয়ে ওপরে নিজের কক্ষে ফেরেন। তাঁরা অসুস্থ হলেও হোটেল কর্তৃপক্ষকে কিছু জানাননি। রবিবার বেলা ১১টায় রফিকুল হোটেলে ফিরে আসেন। প্রথমে স্বপ্না আক্তারকে নিয়ে পাশের আদ-দ্বীন হাসপাতালে যান তিনি। আধাঘণ্টা পর নিয়ে যান মনির হোসেনকে। এরপর হোটেল কর্মীরা নাঈমকে অচেতন অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যান। আদ-দ্বীন হাসপাতাল সূত্র জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল। পরে পুলিশ লাশ তিনটি ঢামেক মর্গে পাঠায়।
শিরোনাম
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- সাগরে তিন দিন ভেসে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
- এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ
- তিন দাবিতে জবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
আপডেট:
০২:০৩, মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
তিন লাশে মিলছে না অনেক প্রশ্নের উত্তর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর