নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সুবিধা বাড়াতে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের নোয়াখালী অঞ্চলের প্রধান ও ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে নোবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি’র সিআরএম বুথের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উদ্দেশ্যে ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে এক লাখ ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম