ফিফা ক্লাব বিশ্বকাপে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। রোমাঞ্চকর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানসিটির বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ে অভিভূত আল হিলালের কোচ সিমোনে ইনজাগি। ম্যাচ শেষে তিনি বলেন, 'সিটির বিপক্ষে জয়টা ছিল মাউন্ট এভারেস্টে অক্সিজেন ছাড়াই ওঠার মতো। আমার খেলোয়াড়রা আজ নিজেদের হৃদয় দিয়ে খেলেছে। তারা এক মুহূর্তের জন্যও হাল ছাড়েনি।'
সিটির দুর্দান্ত স্কোয়াড ও পেপ গুয়ার্দিওলার মতো কোচকে সম্মান জানিয়ে ইনজাগি আরও বলেন, 'আমার দৃষ্টিতে গুয়ার্দিওলা বিশ্বের সেরা কোচ। কিন্তু আজ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি এবং এই জয় আমাদের প্রাপ্য। পজেশন ও টেকনিক্যাল খেলার দিক দিয়ে আমরা দুর্দান্ত করেছি।'
ম্যাচে আল হিলালের হয়ে অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত হয়, যা দলটির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। ইনজাগির জন্যও এটি এক বিশেষ মুহূর্ত, কারণ মাত্র এক মাস আগেই তিনি ইন্টার মিলান ছাড়েন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইতালিয়ান ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানেন তিনি এবং যোগ দেন আল হিলালে।
সাফল্যের এমন দুর্দান্ত শুরুতে গর্বিত ইনজাগি বলেন, 'এত অল্প সময়ের মধ্যে দলকে এমন অবস্থানে আনতে পারাটা আমার ও দলের সবার জন্য বড় অর্জন।'
আগামী ৫ জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে আল হিলাল ও ফ্লুমিনেন্স।
বিডি প্রতিদিন/মুসা