ময়মনসিংহ নগরীতে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে ‘হত্যার’ পর স্বামীর বিরুদ্ধে ‘আত্মহত্যার’ অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে নগরীর গুলকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গুলকিবাড়ি এলাকায় একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট ভাড়া থাকতেন রওশন আক্তার (৪২)। তাঁর বাবার বাড়ি নেত্রোকোনা সদরের রাজুর বাজার এলাকায়। প্রায় তিন মাস আগে ওমান প্রবাসী রাকিবুল করিমের (৫০) সাথে বিবাহ বিচ্ছেদ হয় রওশন আক্তারের। রাকিবুল নগরীর সেনবাড়ি এলাকায় থাকতেন। তাদের দুটি কন্যা সন্তান আছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন ভোরে রাকিব জুব্বা-পাগড়ি পড়ে একটি লাকেজসহ স্ত্রীর বাসায় প্রবেশ করেন। এরপর বাসায় গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে নিজেও আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহে বা পরকীয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। ঘটনার সময় তাদের ছোট মেয়ে বাসায় ছিল। আমরা তদন্ত করছি। বিস্তারিত তদন্তে জানা যাবে।’
তিনি আরও জানান, ইতোমধ্যে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ