সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত ৬ এপ্রিল বদলি ক্রিকেটার হিসেবে নেমে বিপদ ডেকে আনলেন গুজরাট টাইটান্সের গ্লেন ফিলিপস। চোট পেয়ে আইপিএলই শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের।
ওইদিন চতুর্থ ওভারের সময় বল ছুঁড়ে মারতে গিয়ে কুঁচকিতে টান লাগে ফিলিপসের। এরপর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকতে পারেননি তিনি। তখনই ধারণা করা হচ্ছিল বড় ধরনের ইনজুরিতে পড়েছেন ফিলিপস।
আঘাত পাওয়ার এক সপ্তাহ পর গুজরাটের পক্ষ থেকে জানানো হয়েছে, কুঁচকিতে টান খাওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না ফিলিপসকে। ভারত ছেড়ে নিউজিল্যান্ডে ফেরত যাচ্ছেন তিনি। সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
আইপিএলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিপস নিউজিল্যান্ডে ফিরে গেছেন।’
এর আগে, গত ৩ এপ্রিল গুজরাটের আরেক বিদেশি ক্রিকেটার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যান। এই মৌসুমে সব মিলিয়ে সাতজন বিদেশি ক্রিকেটার কিনেছিল গুজরাট। তাদের মধ্যে বাকি রইলেন আর মাত্র পাঁচজন। এই মুহূর্তে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গুজরাট।
বিডি প্রতিদিন/এমআই