চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ পানীয় বিক্রির অপরাধে রত্না ড্রিঙ্কস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই প্রতিষ্ঠানের উৎপাদিত চার হাজার ৩২০টি পানীয় ধ্বংস করা হয়। শনিবার দুপুরে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, কাশিপুর গ্রামের ‘রত্না ড্রিঙ্কস’র মালিক মো. ইস্রাফিল হোসেন যথাযথ কর্তৃপক্ষের সনদ ছাড়াই পানীয় উৎপাদন ও বিক্রি করে আসছিলেন। শনিবার ওই প্রতিষ্ঠানে অভিযান চালালে তারা প্রয়োজনীয় সনদ দেখাতে পারেনি। এজন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে যথাযথ কর্তৃপক্ষের সনদ গ্রহণ করে মানসম্মত পানীয় উৎপাদন করার নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সজীব পাল, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম ও জেলা পুলিশের একটি দল।
বিডি প্রতিদিন/এএম