চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে আইপএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিল্লি ক্যাপিটালস। ১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৫৮ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। এ নিয়ে টানা তিন ম্যাচ হেরে তলানীতে চেন্নাই, অপরদিকে তিন ম্যাচ খেলে সবকটিতে জিতে শীর্ষে দিল্লি।
শনিবার দিনের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। ৩ রান করে আউট হন রাচিন রাবিন্দ্রা। ১৩ রান করে বিদায় নেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ৫ রান করে আউট হন অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়।
মিডল অর্ডারে একাই লড়াই করেছেন বিজয় শঙ্কর। ৫৪ বলে ৬৯ রান করেন তিনি। শেষ দিকে ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু পরাজয় এড়াতে পারলেন না। ৫ উইকেট হারিয়ে তারা থেমে যায় ১৫৮ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। ৫১ বলে ৭৭ রান করেন লোকেশ রাহুল। ৩৩ রান করেন অভিষেক পোড়েল।
বিডি প্রতিদিন/মুসা