ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতল টটেনহ্যাম। বিলবাওয়ের সান মামেসে বুধবার রাতে ‘অল ইংলিশ’ ফাইনালে একমাত্র গোলে ইউরোপা লিগ জয়ের উল্লাসে মেতে উঠল দলটি।
২০০৮ সালে ইংলিশ লিগ কাপ জেতার পর আর কোনো ট্রফি জেতেনি তারা। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও ফিরতে হয় শূন্য হাতে। তবে এবার সে ধারায় ছেদ টেনেছে ক্লাবটি।
১৭ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল তারা। একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করল এনজ পোস্টেকোগ্লুর দল।
এদিন পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগও পেয়েছে অনেক, কিন্তু প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি। তাই হার নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের, সঙ্গী হলো শিরোপা
না পাওয়ার হতাশা।
বিডি প্রতিদিন/নাজিম