পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল। ২০২৩ সালেও বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ মিডিয়ামের স্কুলটি। অন্যদিকে ২০১৩ সালে বালিকা বিভাগে শেষবার শিরোপা জিতেছিল। এক যুগ পর আবারও ট্রফি ফিরে পেল তারা। এবার একই আসরে দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল সানিডেইল।
গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগে ফাইনালে সানিডেইল ২৩-১৭ গোলে হারায় নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-৭ গোলে এগিয়ে ছিল। বালিকা বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সানিডেইল ১৪-১২ গোলে ভিকারুননিসা নূন স্কুলকে পরাজিত করে।