গত জুনে কাই টাক স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হয় ভারত। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে শেষ মুহূর্তে ম্যাজিক দেখায় হংকং চায়না। ভারতের ডিফেন্স লাইন ভেঙে গোল করেন স্টিফেন পেরেইরা। দারুণ এ জয়ে বাছাইপর্বের বাধা পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছে হংকং চায়না। বৃহস্পতিবার এ দলটিরই মুখোমুখি হবেন হামজা-জামালরা। স্টিফেন পেরেইরা হংকং চায়নার কেবল একটা অস্ত্র। ব্রাজিল থেকে আমদানি করা এমন আরও চারটি অস্ত্র রয়েছে দলটির। যে অস্ত্রতে হামজাদের কাঁবু করতে চায় তারা। পেরেইরার জন্ম ব্রাজিলিয়ান শহর ব্রুমাডোতে। মাত্র ১০ বছর বয়সে তিনি ব্রাজিলিয়ান ক্লাব ভিটোরিয়াতে নাম লেখান। পেশাদার ফুটবল শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব কামাকারিতে। এরপর অনেক ক্লাবে খেলেছেন তিনি। বর্তমানে খেলছেন হংকং প্রিমিয়ার লিগের ক্লাব সাউদার্নে। ২০২৩ সালে হংকং চায়নার পাসপোর্ট নেন তিনি। ২০২৪ সালের ১ জানুয়ারি চীনের বিপক্ষে অভিষিক্ত হন ব্রাজিলে জন্ম নেওয়া এ ফুটবলার। ডুডু নামে পরিচিত লুইস এডুয়ার্ডোর জন্ম ব্রাজিলিয়ান শহর রিবেরাও প্রেটোতে। ছেলেবেলাতেই যোগ দিয়েছিলেন সান্তোসে। সে সময় নেইমারের অধিনায়ক হিসেবে মাঠে খেলেছেন তিনি। অবশ্য সিনিয়র দলে খেলা হয়নি। বয়সভিত্তিক দলে খেলেছেন। এ ডুডু নানা ক্লাবে খেলে হংকং চায়নায় পাড়ি জমান। বর্তমানে হংকং প্রিমিয়ার লিগের ক্লাব লি ম্যান এফসিতে খেলছেন ডুডু। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি দেশটির পাসপোর্ট পান। গত বছরের ডিসেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে অভিষিক্ত হন ডুডু। এরই মধ্যে হংকং চায়নার পক্ষে তিন ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি। ব্রাজিলের সোলডেড শহরে জন্ম নেন এভারটন কামারগো। ২০২৩ সালের আগস্টে হংকং চায়নার পাসপোর্ট পান। ব্রাজিলিয়ান পাসপোর্ট বাতিল করেন তিনি। সে বছরের-ই সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে খেলতে নামেন তিনি। হংকং চায়নার জার্সিতে ১৯ ম্যাচ খেলে ১০ গোল করেছেন কামারগো। ভয়ঙ্কর এক উইঙ্গারে পরিণত হয়েছেন তিনি। জুনিনহোর জন্ম ব্রাজিলের কাইরাস শহরে। ব্রাজিলের সান্তো আন্দ্রে ক্লাবে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০২৩ সালে হংকং চায়নার পাসপোর্ট নিয়ে এ দেশের হয়ে যান জুনিনহো। ২০২৪ সালের জানুয়ারিতে চীনের বিপক্ষে অভিষিক্ত হন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ২২ ম্যাচ খেলে ৪ গোল করেছেন জুনিনহো। হংকং চায়নার জার্সিতে নাম লেখানো সবচেয়ে ভয়ঙ্কর ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্দো। ডিফেন্সে তিনি পাহাড়ের মতোই দাঁড়িয়ে থাকেন প্রতিপক্ষের সামনে। ব্রাজিলের সালভাদরে জন্ম নেওয়া এ ফুটবলার ২০২১ সালে হংকংয়ের পাসপোর্ট গ্রহণ করেন। ২০২২ সালের জুনে মালয়েশিয়ার বিপক্ষে অভিষিক্ত হন ফার্নান্দো। এ পাঁচ ব্রাজিলিয়ান অস্ত্রেই প্রতিপক্ষকে কুপোকাত করে চলেছে হংকং চায়না। চলতি বছর জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ইরাকের মতো দলের বিপক্ষে খেলেছে তারা। এশিয়ান ফুটবলের পরাশক্তিদের কাছে পরাজিত হলেও নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলছে দলটি। কেবল ব্রাজিলে জন্ম নেওয়া পাঁচ ফুটবলারই নন, হংকং চায়নার জার্সিতে খেলছেন ফ্রান্সের প্যারিসে জন্ম নেওয়া রাফায়েল মারকিস, স্পেনের মানুলো ব্লেডা, স্কটল্যান্ডের লিওন জোনস, ক্যামেরুনের মাহামা আওয়াল, ইউক্রেনের ওলেকসি, জাপানের শিনিচি চ্যানরাও নাম লিখিয়েছেন হংকং চায়না দলে। সবাই গ্রহণ করেছেন নতুন দেশের পাসপোর্ট। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশ এক শক্তিশালী ফুটবল দল গড়ার প্রক্রিয়ার মধ্যে আছে। এমনকি বিদেশিদের পাসপোর্ট দিয়েও চেষ্টা করেছে। তবে এ পদ্ধতি প্রয়োগ করে আরও অনেক দলই ফুটবলে নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজ শুরু করেছে। হংকংয়ের বিপক্ষে হামজাদের লড়াই এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিচ্ছেন ভিনদেশি ফুটবলাররা। ৯ অক্টোবর ঢাকায় ও ১৪ অক্টোবর হংকংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-হংকং।
শিরোনাম
- বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
- উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী
- ডিসি লেকে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে শিশুদের প্রতিবাদী চিত্রাঙ্কন
- বগুড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
- তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, কুষ্টিয়ায় দুইজন গ্রেপ্তার
- নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কার্যক্রম বন্ধ
- মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নীলফামারীতে ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০
- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ : গোয়েন লুইস
- বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
- বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি স্থান পেল কুয়েতের গ্র্যান্ড মসজিদে
- ইতিহাস গড়ল বিটকয়েন
- মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১
- তফসিলের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা
ব্রাজিলিয়ান অস্ত্রে সজ্জিত হংকং
এশিয়ান কাপ বাছাইপর্ব
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর