কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষটি খেলেছে লিটন বাহিনী। লিটনরা যখন ব্যস্ত সফরের শেষ ম্যাচ নিয়ে, তখন ঢাকায় পা রাখে সালমান আগার নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সকাল ও বিকাল দুই ধাপে পা রেখেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দুই দেশের সিরিজ শুরু ২০ জুলাই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। সালমান আগার পাকিস্তান অনুশীলন শুরু করবে আগামীকাল। টাইগাররাও অনুশীলন করবেন একই দিন। দুই দেশ সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছে চলতি বছরের মে-জুনে। লাহোরের সিরিজের তিনটি ম্যাচই হেরেছিল লিটন বাহিনী। দুই দেশ এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ জিতেছে তিনটি এবং হেরেছে ১৯টি। সিরিজ শেষে পাকিস্তান ঢাকা ছাড়বে ২৫ জুলাই। পাকিস্তানের ক্রিকেটারদের প্রথম ধাপ ঢাকায় পা রাখে সকাল ৮টায়। দ্বিতীয় ধাপ বিকাল ৫টায়। প্রথম ধাপে ঢাকায় আসেন পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক সালমান আলি আগাসহ সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ। দ্বিতীয় ধাপে আসেন বাকিরা। ঢাকায় এসে মিডিয়ার মুখোমুখি হননি পাকিস্তানের অধিনায়ক। অবশ্য দেশ ছাড়ার আগে সে দেশের মিডিয়ার মুখোমুখিতে অধিনায়ক সালমান বলেন, ‘বাংলাদেশ যে কোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভালো। রেকর্ড ঘাঁটলে দেখবেন দুনিয়ার অনেক ভালো দলকেও ওরা হারিয়েছে। নিজেদের কন্ডিশনে আমাদের অনেক টাফ টাইম দিতে সক্ষম তারা। ফলে আমাদের এসব ব্যাপারে ধারণা আছে এবং সেভাবেই নিজেদের প্রস্তুতি নিয়ে এসেছি।’
পাকিস্তান সর্বশেষ টি-২০ সিরিজ খেলতে ঢাকায় এসেছিল ২০২১ সালের নভেম্বরে। পাকিস্তান সিরিজটি জিতেছিল ৩-০ ব্যবধানে। দুই দেশ এখন পর্যন্ত ছয়টি টি-২০ সিরিজ খেলেছে পরস্পরের বিপক্ষে। বাংলাদেশ সফরে চতুর্থ সিরিজ খেলবে দলটি। প্রথমবার খেলে ২০১১ সালে। এক ম্যাচের সিরিজটি জিতেছিল পাকিস্তান। ২০১৫ সালে ঘরের মাঠে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে। সর্বশেষ দুই দল খেলেছে ২০২১ সালে। সিরিজে টাইগারদের ৩-০ ব্যবধানে হারান সফরকারীরা। এবার চতুর্থবার সিরিজ খেলবে সালমানের নেতৃত্বে।
নিজের নেতৃত্ব নিয়ে সালমান বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এ রকম রোলার কোস্টারের মধ্য দিয়ে যেতে হবে। আমার মনে হয় যেভাবে চলছে, সেভাবেই মানিয়ে চলতে হবে। জীবন যেভাবে চলছে, ক্যারিয়ার যেভাবে এগোচ্ছে, সেভাবেই কৌশল করে সামনে এগিয়ে যেতে হবে। এসব ব্যাপারে আমি অতিরিক্ত ভাবছি না। আগেও এভাবেই চলেছে।’
সিরিজের খেলা দেখতে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ ও সর্বনিম্ন ৩০০ টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
পাকিস্তান টি-২০ স্কোয়াড : সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।