চিলিতে চলমান ফিফা অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে আধিপত্য দেখিয়েই চলছে জাপান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে এশিয়ার দেশটি। এ জয়ের ফলে জাপানের রেকর্ড অক্ষুণ্ন রইল। এর আগে মিসর ও স্বাগতিক চিলিকে পরাজিত করে তারা। এ-গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ ১৬ তে খেলবে তারা। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের অভিযান শেষ করল টেবিলের তলানিতে থেকে। একটি মাত্র জয় পেয়েছে তারা। মিসরকে ২-১ গোলে হারিয়েছিল নিউজিল্যান্ড। গ্রুপের আরেক ম্যাচে জয় পেয়েছে মিসর। স্বাগতিক চিলিকে ১-২ গোলে হারালেও পরবর্তী পর্বে খেলবে স্বাগতিকরা। বি-গ্রুপে ইউক্রেন পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারগুয়েকে ২-১ গোলে পরাজিত করেছে ইউক্রেন। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। প্যারাগুয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে পরবর্তী পর্বে খেলবে। কেননা শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে তলানিতে থাকা পানামাকে হারিয়েছে ঠিকই। কিন্তু গোল পার্থক্যের কারণে সমান ৪ পয়েন্ট হলেও পরবর্তী পর্ব খেলবে প্যারাগুয়ে।
যদিও পানামার বিপক্ষেই টুর্নামেন্টের একমাত্র জয়টি পায় কোরিয়া।