মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
রবিবার বিকেলে জেলার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাসিস) রাজশাহী অঞ্চলের কোষাধ্যক্ষ ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদ সোপন, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সব কার্যালয়ের স্বতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি করা আদেশ প্রদানের দাবি জানান।
বাসমাসিস রাজশাহী অঞ্চলের সভাপতি এজেডএম শামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক লিনস হাঁসদা, সভাপতি শফিউল আযম ও নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ