কানাডার টরেন্টোর হোপ ইউনাইটেড চার্চে টরন্টো রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে কবিগুরুর লেখা, সুর আর দর্শনের অনুরণনে শ্রোতা-দর্শকের মুগ্ধ দৃষ্টিতে ভেসে উঠেছিলেন রবীন্দ্রনাথ।
"আনন্দে জাগাও অন্তরে শক্তি" শীর্ষক অনুষ্ঠানে শুরুতেই ছিল নতুন প্রজন্মের পরিবেশনা। এরপরে দর্শকদের মুগ্ধ করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী সাজেদ আকবর ও সালমা আকবর। পরে রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার শিল্পীদের দলীয় ও একক পরিবেশনা হয়। অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, সংগীতের মধ্য দিয়ে প্রবাসে কবিগুরুর শিল্পকর্মকে তুলে ধরার চেষ্টা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব সাহিত্যের এক অনন্য প্রতিভার নাম। যাঁর লেখা গান ও সুর সঙ্গীত প্রেমীদের তীব্রভাবে আলোড়িত করে। পরিশেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকরা জানান, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে কবিগুরুর শিল্প ও দর্শনকে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/হিমেল