বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্যোক্তা এবং প্রবাসী কমিউনিটির অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য উদ্যোগ হিসেবে মালয়েশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’।
উৎসবটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ক্রাফট কমপ্লেক্সে, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই উৎসবে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি, যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারেন।
বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫ কোনো একক অনুষ্ঠান নয় বরং এটি বাংলাদেশি পণ্য, উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রবাসীদের এক বহুমাত্রিক মহোৎসব। আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রোডাক্ট এবং সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী করা, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা।
প্রধান আকর্ষণসমূহ
- এক্সিবিশন জোন
রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, টেলিকম, তৈরি পোশাক শিল্প (RMG), শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, হস্তশিল্প ও ইনোভেশনসহ বাংলাদেশের শক্তিশালী খাতসমূহ এই অঞ্চলের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে উপস্থাপিত হবে।
-এন্টারটেইনমেন্ট জোন
বাংলাদেশ ও মালয়েশিয়ার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ কনসার্ট এবং ফ্যাশন শো। এটি হবে দুই দেশের শিল্প-সংস্কৃতির এক চমৎকার সেতুবন্ধন।
-টেস্ট অব বাংলাদেশ
বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ও স্ট্রিট ফুড নিয়ে থাকছে একটি বিশেষ কর্নার, যা উৎসবপ্রেমীদের বাংলাদেশের স্বাদে নিয়ে যাবে।
-এডুকেশন ও ট্যালেন্ট হাব
স্কলারশিপ, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সম্ভাবনার দিক নির্দেশনা থাকবে এডুকেশন ও ট্যালেন্ট হাবে।
-স্টার্টআপ প্রেজেন্টেশন সেশন
তরুণ উদ্যোক্তারা তাদের ইনোভেটিভ আইডিয়া ও প্রজেক্ট উপস্থাপন করবেন আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি ও মিডিয়ার সামনে।
-ওয়ার্কার ইনফরমেশন ও সাপোর্ট সেন্টার
প্রবাসীকর্মীদের জন্য চাকরি, অধিকার, স্বাস্থ্যসেবা, রেমিট্যান্স নিরাপত্তা ও মানসিক চাপ ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে তথ্য সহায়তা প্রদান করা হবে।
সম্মাননা প্রদান
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোক্তা, সমাজসেবা ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ থাকবে বিশেষ সম্মাননা ও পুরস্কার।
আয়োজনের পেছনে রয়েছেন Malaysia Bangladesh Forum Association (MBFA) -মালয়েশিয়ার Ministry of Home Affairs-এর আওতাধীন Registrar of Societies (ROS)-এ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্বীকৃত প্রবাসী সংগঠন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত MBFA, বিগত এক দশকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের সেতুবন্ধনে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ান বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে MBFA আয়োজন করে আসছে বিভিন্ন প্রোগ্রাম- যেখানে অংশ নেন পলিসি মেকার, কূটনীতিক, বিনিয়োগকারী, পেশাজীবী, শিল্পী ও উদ্যোক্তারা।
বিডি প্রতিদিন/আরাফাত