দেশ, ইসলাম এবং নারীদের স্বার্থে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী দলের আমির ড. আবদুল্লাহ আল নাসের। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এ কমিশনের বেশ কিছু প্রতিবেদন সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবেদনে মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে- বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার, স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার অধিকার, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, এ কমিশন দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তারা পরিবার ও সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছেন। পাশ্চাত্য জীবন দর্শনে প্রভাবিত কমিশনের এসব সদস্যরা বাংলাদেশের নারীদের ও সর্বসাধারণের আদৌ প্রতিনিধিত্ব করেন না। দেশকে অস্থিতিশীল করতে চান। তাদের প্রস্তাবনা মেনে নিলে তা হবে ইসলাম ও মুসলিম পরিচয়ের অস্তিত্বের ওপর একটি সুপরিকল্পিত আঘাত।