নরসিংদীতে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে গণ অভ্যুত্থানে শহীদ ডা. সজীব সরকারের নামে করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন- এনসিপি সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আক্তার, জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দেওয়া নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ ডা. সজীব সরকারের নামে করলে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হবে।