ভারতের উত্তর-পূর্ব আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আসাম থেকে গত তিন মাসে ৪০০-এর বেশি বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। তিনি গতকাল এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়ে উল্লেখ করেছেন, চলতি সপ্তাহেই বিএসএফ ২১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তারা শ্রীভূমি জেলায় অবৈধভাবে অনুপ্রবেশ করতে চেয়েছিল।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং ফেরত পাঠানোর কাজ যেমনভাবে চলছে তা তেমনভাবেই চলতে থাকবে। গত মে মাস থেকে যে ৪০০ জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৫৮ জন ছিল শ্রীভূমি জেলার।
প্রসঙ্গত, আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৭.৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে কথিত অনুপ্রবেশের বিরুদ্ধে গত মে মাস থেকে অভিযান চালানো হচ্ছে।