গত দু’দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৬৫ সে.মি। সোমবার সকাল ৯টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৯৯ মিটার। বুধবার সকালে তা বেড়ে দাড়িয়েছে ১৯.৬৪ মিটার। তবে পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পাঙ্খা পয়েন্টে পানির বিপৎসীমা ধরা হয় ২২.০৫ মিটার।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভারতে বৃষ্টিপাত বেশি হওয়ায় পদ্মা নদীতে ঢলের কারণে পানি বাড়ছে। তিনি আরও বলেন, আগামী ২-৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরপর পানি কমতে শুরু করবে। তবে পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই।
বিডি প্রতিদিন/এএম