গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জেলা শহরের প্রধান বাজার জয়দেবপুর বাজার ও আশপাশের এলাকায় দোকানদার, ব্যবসায়ী, পথচারী ও নানা শ্রেণি-পেশার লোকজনের কাছে দফার গুরুত্ব তুলে ধরা হয়।
এম মনজুরুল করিম রনি বলেন, আগামী নির্বাচন বিলম্বিত করতে, বন্ধ রাখতে দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে। বিএনপি সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিবে।
এসময় বিএনপি নেতা অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, আ ক ম মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই