ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার গাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। তারা নোবোয়ার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। তবে এতে প্রেসিডেন্ট নোবোয়ার কোনও ক্ষতি হয়নি এবং তিনি অক্ষত রয়েছেন।
মঙ্গলবারের ঘটনায় দেশটির একজন মন্ত্রী এর আগে দাবি করেছেন, সেখানে গুলির শব্দও শোনা গেছে।
ইকুয়েডরের মধ্যাঞ্চলে একটি পানি শোধনাগার উদ্বোধন করতে গেলে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে সেখানে বিক্ষোভ হয়।
দেশটির পরিবেশমন্ত্রী ইনেস মানজানো বলেন, প্রায় ৫০০ বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িতে পাথর ছুঁড়েছিল এবং তার গাড়িতে গুলির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
সরকারের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রেখে গায়ে পতাকা জড়িয়ে আছে। এ সময় তারা বড় আকারের পাথর ও ইট নিক্ষেপ করছে। প্রেসিডেন্টের গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করার আগমুহূর্তে জানালা ভেঙে যায়।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টের গাড়িতে গুলি চালানোর বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ