গোপালগঞ্জ থেকে সারা দেশের পালিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করার ও গোপালগঞ্জকে ‘সন্ত্রাসী জেলা’ ঘোষণার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। গতকাল দেওয়া যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন (সোহেল) ও মহাসচিব জামিল আহমেদ বলেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারত বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় না। গোপালগঞ্জের ঘটনায় সরকারের গাফিলতি বা এনসিপির ভুল, যা-ই থাকুক না কেন, গোপালগঞ্জ থেকে সারা দেশের পালিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে হবে। সরকার ব্যর্থ হলে ওই জেলাকে ‘সন্ত্রাসী জেলা’ ঘোষণা করতে হবে। তাঁরা আরও বলেন, বিএনপি তথা তারেক জিয়া ক্ষমতায় এলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার মতো জনপ্রিয়তা পেতে পারেন তাই আন্তর্জাতিক ষড়যন্ত্রে যেমন প্রেসিডেন্ট জিয়া শহীদ হয়েছিলেন, তেমনই তারেক জিয়া ক্ষমতায় আসতে বাধা পাচ্ছেন।