চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সোনাইছড়ি এলাকার জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ফারুক, দুলাল ও হানিফ আলী।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, লোহা কাটার সময় আগুন লেগে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের একটি সূত্র জানায়, ওই কারখানায় জাহাজ কাটার কাজ চলছিল। ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পড়ে ইঞ্জিন কক্ষের পোড়া মোবিল কিংবা ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোনো দাহ্য বস্তুতে। এতে আগুন লেগে যায়। আগুনে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ আট শ্রমিকের মধ্যে পাঁচজনকে নগরীর মেহেদিবাগে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে সাগরিকায় গ্রিন শিপ হাসপাতালে নেওয়া হয়েছে।