বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাবর। দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক। তবে কিছু রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আলোচনা হয়েছে। তারেক রহমান দ্রুত দেশে ফেরত আসবেন। আপনারা দোয়া করবেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাবর বলেন, উনারা ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন।
আন্তরিকতার কোনো কমতি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকারকে বিএনপি সহযোগিতা করবে।
বাবর বলেন, পত্রিকায় দেখেছি পার্শ্ববর্তী দেশে পতিত সরকারের প্রধান শেখ হাসিনার সঙ্গে বিশেষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ মিটিং করেছে। মিটিংয়ের উদ্দেশ্য ছিল নির্বাচন বানচাল করা, নির্বাচনে সহিংসতা ঘটানো। এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। এখনো অস্ত্র উদ্ধার হয়নি সেটি আলোচনা করেছি। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের ব্যাপারে কথা হয়েছে।
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সঙ্গে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তার নামও আসামির তালিকায় যুক্ত হয়। ২০১৮ সালের ১ অক্টোবর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ১ ডিসেম্বর হাই কোর্ট তাকে খালাস দেন। চলতি বছরের ১৬ জানুয়ারি সব মামলা থেকে মুক্তি পান বাবর।