বাংলাদেশ প্রতিদিন-এর হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর বাবা ছানাউর রহমান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মুরাদপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ছানাউর রহমান চৌধুরী বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর ছেলে হাফেজ তাহসিন চৌধুরী। প্রসঙ্গত, ছানাউর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।