জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব ও উপকর কমিশনার মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় নথিপত্র প্রকাশ করে চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী মুকিতুল হাসানকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সূত্র জানায়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা এনবিআর সংস্কার আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। যদিও প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ হিসেবে বলা হয়, বরখাস্ত ব্যক্তিরা গত ২২ জুন ইস্যু করা বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। একই অভিযোগে এনবিআরের আরও সাতজন কর্মকর্তা-কর্মচারীকেও সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সবমিলিয়ে এনবিআরের চলমান সংস্কার আন্দোলন-পরবর্তী সময়ে এখন পর্যন্ত ২৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।