ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও ব্যাভিচার ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সংগঠনের যুগ্ম সদস্যসচিব হারুন-অর-রশিদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাবুল বিশ্বাস, আরিফুর রহমান, চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলামিন, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।