ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিএসএফ। গ্রেপ্তার করা হয়েছে দুই ভারতীয় পাচারকারীও। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ রুপি।
ঘটনাটি বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অধীন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকার। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্য- অভিযুক্ত দুই ভারতীয় পাচারকারী অভিনব কায়দায় পাচারের চেষ্টা করছিল। জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তে সোনাই নদীর ওপর থেকে রশির মাধ্যমে ব্যাগে করে তারা ওই স্বর্ণ পাচার করার চেষ্টা করছিল। সেসময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের সন্দেহ হওয়ায় দ্রুত সেখানে গিয়ে হাতেনাতে ২ পাচারকারীকে আটক করে। এসময় তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় ১০টি স্বর্ণের বার। ১ কেজি ১৬৭ গ্রাম ওজনের ওই স্বর্ণের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ১ কোটি ১১ লাখ রুপি। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দ করা হয় দুটি সেলফোন। দুই অভিযুক্তদের বাড়ি হাকিমপুর উত্তরপাড়া এলাকায় বলে জানা গেছে। ওই গ্রামেরই অন্য এক বাসিন্দার হাতে ওই স্বর্ণ হস্তান্তরের কথা ছিল তাদের, এর জন্য তাদেরকে পারিশ্রমিক বাবদ অগ্রিম ২ হাজার ৮০০ রুপি দেওয়া হয়েছিল।
বিএসএফ সূত্রের খবর এই স্বর্ণের বারগুলি থাইল্যান্ড-দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। সেখান থেকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। যদিও তার আগেই বিএসএফর'এর তৎপরতায় সেগুলিকে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুই পাচারকারীসহ স্বর্ণের বারগুলিকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল