সিলেটে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার পৌর শহরের ফয়েজ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বিয়ানীবাজার থানার নয়াগ্রামের মৃত জয় সুন্দর দে’র ছেলে দুলাল দে (৫৯), একই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে জিয়া উদ্দিন (৬০), জলঢুপ দক্ষিণ পাড়িবর গ্রামের মৃত নেকবর আলীর ছেলে মোবারক (৪২) ও মাথিউরা গ্রামের মকলিসের ছেলে আবু সাঈদ (১৯)।
তাদের কাছ থেকে ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।