রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা গ্রুপের’ অন্যতম প্রধান সহযোগী রফিকুল ইসলাম রানা ওরফে রিফাতসহ আটজনকে মাদক ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বিকালে র্যাব-২ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। রবিবার ঢাকার সাভারের হেমায়েতপুর ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন- কবজি কাটা গ্রুপের সদস্য সাকিব মৃধা (২২), রিয়াজ সরদার (২১), শাকিল (২৫), মনিরুল হাসান ওরফে গুটি হাসান (২৫), সুমন হক (২৪) ও লামিম (২০)।