সুন্দর দেশ গড়তে ভালো সরকার দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ইউনিয়ন নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যর আয়োজনে গণসংযোগ শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘একটি সুখি সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না। আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি। আমি বিএনপির সঙ্গে কথা বলেছি, আমরা যৌথভাবে নির্বাচন করব।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম। পরে বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে। এখন রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাহিরে বাড়ি বানিয়েছে। তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করিয়েছে।’
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘গত ১৫ বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়ে গেছে। এবার সুযোগ এসেছে মানুষের ভোট দেওয়ার। তাই দেখে, বুঝে ভালো মানুষকে ভোট দিতে হবে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে।’
কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি খোকার সভাপতিত্বে সভায় বক্তব্যে দেন, কেন্দ্রীয় নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক সজিব, জেলা নাগিরক ঐক্য সমন্বয়ক সাইদুর রহমান সাগর, উপজেলা নাগরিক ঐক্য আহ্বায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা এনামুল হক সরকার, হিরা, সাজু, আব্দুল আলীম, ওহাব, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসানসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক